1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খাদ্যে ভেজাল ঠেকাতে প্রয়োজন সমন্বিত তদারকি

তানজির মেহেদি
৯ জুন ২০১৯

রমজান এলে ভেজাল বিরোধী অভিযান বছরের অন্য সময়ের তুলনায় বেশি চোখে পড়ে৷ ব্যতিক্রম হয়নি এবারও৷ কিন্তু তাতেও কমছে না ভেজালের দৌরাত্ম্য৷ সংশ্লিষ্টদের মতে, এর জন্য প্রয়োজন সমন্বিত তদারকি৷

Iftar Ramadan in Dhaka Bangladesch
ছবি: picture-alliance/dpa

গেল ২ মে অর্থাৎ রমজানের ঠিক আগে, এক প্রতিবেদনে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) জানায়, খোলা বাজার থেকে ২৭ ধরনের ৪০৬টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে সংস্থাটি৷ এর মধ্যে ৫২টি নিম্নমানের ও ভেজাল পণ্য চিহ্নিত করে তারা৷

বাজার থেকে পণ্যগুলো সরিয়ে নিতে গড়িমসি ছিলো উৎপাদক প্রতিষ্ঠানগুলোর৷ শেষ পর্যন্ত দ্বারস্থ হতে হয়, উচ্চ আদালতের৷ ১২ মে এসব খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের পাশাপাশি, বিক্রি ও সরবরাহে জড়িতদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতি নির্দেশ দেয় হাইকোর্ট৷

নষ্ট হচ্ছে প্রাতিষ্ঠানিক সুনাম: হেলাল

This browser does not support the audio element.

কিন্তু সেখানেই শেষ নয়! এর মধ্যে আদালতের রায় নিয়ে কয়েকটি পণ্য পুনরায় বাজারে এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দীন৷ তাঁর মতে, সরকারি সংস্থাগুলো যে পদ্ধতিতে অভিযান পরিচালনা করছে সেটা বিজ্ঞানভিত্তিক নয়৷ তাই অভিযানে যে পণ্য ভেজাল বলে চিহ্নিত হয়েছে, সেটাকে আবার আদালত ছাড়পত্র দিচ্ছে৷

অভিযান নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভের আরো কারণ তুলে ধরেন হেলাল উদ্দীন৷ তাঁর দাবি, ভেজাল বিরোধী অভিযান নিয়ে এতো বেশি নেতিবাচক প্রচারণা হয়, যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে রপ্তানি বাণিজ্য৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘ফ্রিজে পড়ে থাকা কোনো খাদ্য উপকরণ একটু দূর্বল হতেই পারে৷ কিন্তু সেটা ভোক্তাদের কাছে দেয়া হয় না৷ অথচ সেই অজুহাতে প্রতিষ্ঠানটি পড়ছে জরিমানার মুখে, নষ্ট হচ্ছে প্রাতিষ্ঠানিক সুনাম৷''

দোকান মালিকদের দাবি, নমুনা সংগ্রহের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে সঠিক সিদ্ধান্ত নেয়া হোক৷

অবৈজ্ঞানিক বলা যাবে না: আরিফিন

This browser does not support the audio element.

ব্যবসায়ীদের এই অভিযোগকে একেবারেই নাকচ করে দিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মাসুম আরিফিন৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘উচ্চ প্রযুক্তির কিছু পণ্যের ঘাটতি হয়তো তাদের আছে, কিন্তু তাই বলে পদ্ধতিকে অবৈজ্ঞানিক বলা যাবে না৷''

চলতি বছর এ পর্যন্ত সারাদেশে ৬ হাজার ৭০০ অভিযান পরিচালনা করেছে সংস্থাটি৷ আরিফিনের দাবি, ভেজাল বিরোধী অভিযান অব্যাহত আছে বলেই পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে৷

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ যদি পাওয়া যায়, সেক্ষেত্রে নতুন করে পরীক্ষা করার কোনো অর্থ নেই৷ তবে, কোনো খাদ্যপণ্যে ফরমালিন আছে কিনা, থাকলে কি পরিমাণ আছে--এসব বিষয়ে নিশ্চিত হতে পরীক্ষাগারের প্রয়োজন হয়৷ তিনি বলেন, ‘‘পণ্যের ওপর নির্ভর করে পরবর্তী পরীক্ষা নিরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নেন তারা৷ ব্যবসায়ীদের অভিযোগ নাকচ করে তিনি আরো বলেন, প্রতিটি অভিযানে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে রাখা হয়৷'' বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেই, একজন ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেন বলে উল্লেখ করেন তিনি৷

ভেজাল বিরোধী এসব অভিযান বছরের অন্য সময়ের তুলনায় রমজানে প্রকট হয় কেন?—জানতে চাইলে ক্যাব সভাপতি গোলাম রহমান বলেন, ‘‘রমজানের সময় অসাধু ব্যবসায়ীদের দুষ্কর্ম বাড়ে, ফলে অভিযানের সংখ্যাটাও এসময় বাড়ানো হয়৷'' তাঁর যুক্তি, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারের যে অঙ্গীকার, তারই আলোকে অভিযানের সংখ্যা বেড়েছে৷ এই প্রচেষ্টা অব্যাহত থাকলে সংকট দূর হবে বলেও মন্তব্য তার৷ পাশাপাশি, বিদ্যমান আইন সংস্কার করে সেগুলো আরো কঠোর করার পরামর্শ দিয়েছেন তিনি৷

রমজানে অসাধু ব্যবসায়ীদের দুষ্কর্ম বাড়ে: রহমান

This browser does not support the audio element.

খাদ্যে ভেজাল ঠেকাতে হলে, আমদানি পণ্যগুলো প্রবেশ মুখে পরীক্ষা করে বাজারে ছাড়া এবং ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের ডেটাবেজ তৈরি করার ওপর গুরুত্ব আরোপ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম৷ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মান নিয়ন্ত্রণ শাখাকে শক্তিশালী করার পাশাপাশি সমন্বিত তদারকি নিশ্চিত করা প্রয়োজন বলেও মনে করেন তিনি৷

নিরাপদ খাদ্যের বিষয়ে মানুষের সচেতনতা বাড়াতে, ২০১৮ সাল থেকে ২ ফেব্রুয়ারি কে নিরাপদ খাদ্য দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে৷ চলতি বছর দিবসের আয়োজনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা দিয়েছন, দুর্নীতি বিরুদ্ধে তার সরকার যেমন সোচ্চার, ঠিক তেমনি খাদ্যে ভেজাল ঠেকাতেও চলমান থাকবে অভিযান৷ পাশপাশি সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন হবার আহ্বান জানান তিনি৷ ৬মার্চ সংসদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে, ফের একই ঘোষণা দেন প্রধানমন্ত্রী৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ