1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শিক্ষা ও কর্মসংস্থানে গুরুত্ব বিএনপির, তবে যুদ্ধাপরাধে চুপ

হারুন উর রশীদ স্বপন ঢাকা
১৮ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতাহারে বিএনপি শিক্ষা ও কর্মসংস্থানকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে৷ কিন্তু ঐক্যফন্ট যুদ্ধাপরাধের বিচার অব্যহত রাখার কথা বললেও বিএনপির ইশতাহারে বিষয়টির কোনো উল্লেখই নেই৷

Bangladesh Wahl
ছবি: bdnews24.com

বিএনপির ১৯ দফা ইশতাহারে জিডিপির ৫ শতাংশ ব্যয় করার কথা বলা হয়েছে৷ পাঁচ বছরে  এক কোটি নতুন চাকরির ব্যবস্থা করারও অঙ্গীকার রয়েছে ইশতাহারে৷ বলা হয়েছে, প্রথম তিন বছরে দুই লাখ সরকারি চাকরির ব্যবস্থা করা হবে৷ এছাড়া দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে তারা৷ ইশতাহারে তরুণদের গুরুত্ব দেয়া হয়েছে৷  শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিত করাসহ তাঁদের উচ্চশিক্ষার পথ সুগম ও কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেয়ার কথাও রয়েছে ইশতাহারে৷ সংবিধান সংশোধন করে নিম্ন আদালতের নিয়ন্ত্রণ রাষ্ট্রপতির হাত থেকে সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত করার কথা বলেছে বিএনপি৷

সকালে কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষে ইশতাহার পাঠ করেন দলটির মহাসচিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷

ইশতাহারে গণতন্ত্র ও আইনের শাসন, বিচার বিভাগ, মত প্রকাশের স্বাধীনতাসহ ১৯ টি বিষয় ও খাতে গুরুত্ব দেয়া হয়৷ এর মধ্যে রয়েছে ক্ষমতার বিকেন্দ্রীকরন, অর্থনীতি, মুক্তিযোদ্ধা, যুব নারী ও শিশু, শিক্ষা ও কর্মসংস্থান, জ্বালানি, তথ্য ও প্রযুক্তি, ক্রীড়া ও সংস্কৃতি, বৈদেশিক ও প্রবাসী কল্যাণ, কৃষি ও শিল্প, স্বাস্থ্য ও চিকিৎসা, প্রতিরক্ষা ও পুলিশ, আবাসন, পেনশন ফান্ড ও রেশনিং ফান্ড প্রতিষ্ঠা, পরিবেশ, পররাষ্ট্র এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে প্রতিশ্রুতি৷

‘বিএনপি’র শাসনামল বিশ্লেষণ করে লা যায় দুর্নীতি দমনসহ সব কাজে সক্ষমতা আছে কিনা’

This browser does not support the audio element.

‘ভিশন ২০৩০'-এর আলোকে ‘এগিয়ে যাবো একসাথে, ভোট দেবো ধানের শীষে'- শ্লোগানকে সামনে রেখে দলটির ইশতাহার তৈরি করা হয়েছে৷

ইশতাহারে বলা হয়েছে, ‘‘নির্বাচন পরিচালনার জন্য একটি সরকারব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে ক্ষমতা কুক্ষিগতকরণের পুনরাবৃত্তি না ঘটে৷ এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার বৈশিষ্ট্য অতীতের সমস্যার আলোকে নিরূপণ করা হবে এবং এই লক্ষ্যে সকল রাজনৈতিক দলের সঙ্গে স্বচ্ছ আলাপ-আলোচনা করা হবে৷ প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে ভবিষ্যতমুখী এক নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করার জন্য নতুন এক সামাজিক চুক্তিতে পৌঁছাতে একটি জাতীয় কমিশন গঠন করা হবে৷ এই কমিশনের সদস্য থাকবেন সংসদে সরকারি দলের নেতা, বিরোধী দলের নেতা এবং সর্বজনশ্রদ্ধেয় জাতীয় ব্যক্তিত্ব৷

ইশতাহারে তারা বলেছে, একাধারে পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান করা হবে৷ মন্ত্রিসভাসহ প্রধানমন্ত্রীকে সংসদের কাছে দায়বদ্ধ থাকার সাংবিধানিক বাধ্যবাধকতা নিশ্চিত করা হবে৷ বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দেয়া হবে৷ সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে শর্তসাপেক্ষে সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশের অধিকার নিশ্চিত করা হবে৷ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করে ‘জাতীয় সংসদের উচ্চকক্ষ' প্রতিষ্ঠা করা হবে৷ সংবিধানে ‘গণভোট' ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃস্থাপন করা হবে৷

ডিজিটাল নিরাপত্তা আইন, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টসহ সকল প্রকার কালা-কানুন বাতিল করা হবে৷ তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তি দ্রুততর করার জন্য বাধাসমূহ পুরোপুরি দূর করা হবে৷

‘ক্ষমতায় গেলে বর্তমান উন্নয়নের পরবর্তী কর্মসূচি নিলে দেশের কল্যানে আসবে’

This browser does not support the audio element.

শিক্ষার্থীদের ওপর থেকে সকল ধরনের ভ্যাট বাতিল করা হবে৷ ভ্যাটবিরোধী, কোটা সংস্কার এবং নিরাপদ সড়কের আন্দোলনে ক্ষতিগ্রস্ত ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার এবং এসব আন্দোলনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে৷

এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের ইশতাহারে যুদ্ধাপরাধের বিচার অব্যাহত রাখার কথা বলা হলেও বিএনপির ইশতাহারে এ ব্যাপারে কিছু নেই৷এর আগে বিএএনপি সর্বশেষ নির্বাচনি ইশতাহার দেয় ২০০৮ সালের নির্বাচনে৷ ২০১৪ সালের নির্বাচন তারা বর্জন করে৷ ২০০৮ সালের ইশতাহারের বাইরে বিএনপি সুনির্দিষ্ট করে শিক্ষা খাতে বিনিয়োগ ও কর্মসংস্থানের পরিমাণ উল্লেখ করেছে৷ আর বলেছে, নির্বাচনকালীন সরকারের কথা৷ কিছু প্রশাসনিক এবং আইনি সংস্কারের কথাও বলেছে৷ ডিজিটাল আইন বাতিলের কথা বলেছে৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. শান্তনূ মজুমদার ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমি ডয়চে ভেলে'র কাছে গতকাল (মঙ্গলবার) যে আশঙ্কা প্রকাশ করেছিলাম তাই সত্য হয়েছে৷ ঐক্যফ্রন্টের নির্বাচনি ইশতাহারে যুদ্ধাপরাধের বিচার অব্যাহত রাখার কথা বলা হলেও বিএনপির ইশতাহারে তা নেই৷ জামায়াত বিএনপির মিত্র, ফলে ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধের বিচারকাজ চালানো যাবে কিনা আমার সন্দেহ আছে৷''

তিনি আরো বলেন, ‘‘বিএনপি ২০০৮ সালের ইশতাহারেও উন্নয়ন, সুশাসন, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থার কথা বলেছিল৷ বলেছিল, কর্মসংস্থান ও তরুণদের গুরুত্ব দেয়ার কথা৷ এবারো তাই বলেছে৷ এখন বিএনপির আগের শাসনামল বিশ্লেষণ করলে প্রশ্ন করা যায়, তাদের দুর্নীতি দমনসহ ওইসব কাজে সক্ষমতা আছে কিনা৷''

‘আগেই বলেছি যুদ্ধাপরাধীদের বিচারে আমাদের সমর্থন আছে’

This browser does not support the audio element.

বাংলাদেশ উন্নয়ন গবেষনা প্রতিষ্ঠান বিআইডিএস-এর অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ অবশ্য ডয়চে ভেলেকে বলেন, ‘‘বিএনপি শিক্ষায় জিডিপি'র ৫ ভাগ বরাদ্দের যে ঘোষণা দিয়েছে তাকে অভিনন্দন জানাই৷ তবে বরাদ্দ হওয়া দরকার ৬ ভাগ৷ আর শিক্ষার এই বরাদ্দ কোন খাতে তা-ও সৃনির্দিষ্ট হওয়া প্রয়োজন, কারণ, অনেক খাত আছে যেগুলো শিক্ষার সঙ্গে জুড়ে দেয়া হয়৷''

তিনি বলেন, ‘‘তরুণদের জন্য কর্মসংস্থান, নতুন চাকরি সৃষ্টি, দুর্নীতি দমনের প্রতিশ্রুতি– এগুলো অবশ্যই ভালো৷ এজন্য তাদের আইটি খাত ও শিল্প নিয়ে কাজ করতে হবে৷ কিন্তু আমার কথা হলো, সব কিছুই নির্ভর করে প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর৷ আর উন্নয়নের ধারা অব্যাহত রাখার যে কথা বলা হয়েছে, তা গতানুগতিক৷ তারা ক্ষমতায় গেলে যদি তাদের সময়ের উন্নয়নের পর থেকে কাজ শুরু না করে বর্তমান উন্নয়নের পরবর্তী ধাপে যাওয়ার কর্মসূচি নেয়, তাহলে সেটা দেশের কল্যানে আসবে৷''

আর ইশতাহারে যুদ্ধাপরাধের বিচার নিয়ে কিছু না থাকার ব্যাপারে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘এগুলো ইশতাহারে আনার বিষয় নয়৷ ইশতাহারে নানা প্রতিশ্রুতি থাকে৷ আমরা আগেই তো বলেছি,  যুদ্ধাপরাধীদের বিচারে আমাদের সমর্থন আছে৷ ঐক্যফ্রন্ট বলেছে৷ আমরা আর ঐক্যফ্রন্ট তো একসঙ্গে৷''

ইশতাহার প্রকাশের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মান ও মর্যাদা রক্ষায় ভোট চেয়েছেন৷ তিনি বলেন, ‘‘আপনাদের একটি ভোট আমাদের নেত্রীর জীবনকে পুনরায় আলোয় উদ্ভাসিত করবে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ